আটকে রইল জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন। সময় হল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কাজেঈ শনিবার উদ্বোধন হচ্ছে না নতুন এই মেট্রো প্রকল্পের। এই মেট্রোর সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই মতো আবেদন করা হয়েছিল তাঁর দফতরে। শুক্রবার সন্ধ্যায় কলকাতা সফরে এলেও শনিবার তাঁর সময় পাওয়া যায়নি বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছিল তারা। স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর জন্য আবেদনপত্রও পাঠানো হয়েছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার জবাব পাওয়া যায়নি বলে সূত্রের খবর। ফলত স্থগিত করা হয়েছে শনিবারের উদ্বোধন অনুষ্ঠান।
প্রসঙ্গত উল্লেখ্য, জোকা থেকে তারাতলা অংশে সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রও পেয়েছে তারা। এর পরেই জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবার উদ্বোধনের পরিকল্পনা করে তারা। জোকা-বিবাদী বাগ মেট্রোর এই অংশের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ২০ টাকা। আপাতত ১টি রেকই চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে দুই দিকে একসঙ্গে শুরু হবে পরিষেবা।