কার্যত মুখ পুড়ল কেন্দ্রের। আদালতের আসন্ন শীতকালীন ছুটিতে সুপ্রিম কোর্টে কোনও অবকাশকালীন বেঞ্চ বসবে না, এমনই জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ ঘোষণা করেছেন। আগামীকাল থেকে টানা দু’সপ্তাহ বন্ধ থাকবে কোর্ট। উল্লেখ্য, প্রধান বিচারপতির এই ঘোষণা দেশের আইনমন্ত্রীর ভাবনার সম্পূর্ণ বিপরীত।
আদালতের লম্বা ছুটি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন কয়েকজন বিজেপি সাংসদ। তাঁদের বক্তব্য, অতিরিক্ত ছুটির কারণে মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। পরে আইন মন্ত্রী রিজিজু সাংসদদের উদ্বেগের সঙ্গে সহমত পোষণ করে বলেন, দেশবাসীর মধ্যে এমন ধারণা আছে যে ছুটির জন্য সময়ে আদালতের কাছ থেকে বিচার পাওয়া যায় না। অনেকেই মনে করেছিলেন, সংসদের উদ্বেগের কারণে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এবার শীতের ছুটি কমানো হবে।
আজ প্রধান বিচারপতির তরফে ব্যাখ্যা দেওয়া হয়, শীতকালীন ছুটি সুপ্রিম কোর্টের চলতি ক্যালেন্ডারের অংশ। এই সময় অবকাশকালীন বেঞ্চ চালু থাকে না। এবারও থাকবে না। ছুটির বেঞ্চগুলি সাধারণত মে-জুন মাসে দীর্ঘ গ্রীষ্মের বিরতির জন্য গঠিত হয় এবং ডিসেম্বরে শীতকালীন বিরতির সময় নয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে এমনটাই।