বরাবরই জহরলাল নেহেরুকে নিশানা করে এসেছে গেরুয়া শিবির। এর আগে দেশভাগের জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রীকে দায়ী করেছিল তারা। এ বছর স্বাধীনতা দিবসের আগে ‘দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবসে’ একটি ভিডিয়ো প্রকাশ করেছিল বিজেপি। সেখানেও দাবি করা হয়েছিল, মহম্মদ আলি জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লিগের দাবির সামনে জওহরলাল নেহরু মাথা নত করেন। এবার ফের তাঁকে আক্রমণ করল দেশের শাসক শিবির। নেশা করতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু। নেশা করতেন ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর এক ছেলেও। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। স্বাভাবিক ভাবেই তাঁর এমন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
জানা গিয়েছে, রাজস্থানের ভরতপুরে নেশামুক্তি জাগরণ অভিযান প্রকল্পের অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন কিশোর। তাঁকে বলতে শোনা যায়, ‘জহরলাল নেহেরু নেশা করতেন। তিনি সিগারেট খেতেন। মহাত্মা গান্ধীর এক ছেলেও নেশা করতেন। আপনারা যদি পড়েন তাহলে জানতে পারবেন। আর এভাবেই নেশার পৃথিবী ভারতকে দখল করে নিয়েছিল। আমাদের আবেদন, মানুষের মধ্যে যেন নেশা নিয়ে আরও ভয় সৃষ্টি করা যায়। যেমন বিষের কোনও দোকান নেই, তেমনই নেশার দোকানও বন্ধ করে দেওয়া দরকার।’
