এখনও অব্যাহত তোলপাড়। বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু নিয়ে মৃত্যু উত্তপ্ত রাজনৈতিক আবহ। সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পুলিশ এফআইআর করতে পারে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তবে শুক্রবার এক মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এই বিষয়ে মন্তব্য করেন যে, “লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে পুলিশ এফআইআর করে ভুল করেনি।” এদিন অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে উঠে আসে লালন শেখের মৃত্যু প্রসঙ্গে।
সিবিআইয়ের আইনজীবী ডিপি সিং আদালতে সওয়াল করেন, “অন্য একটি মৃত্যুর মামলায় গরু পাচার কাণ্ডের তদন্তকারী আইও-কে যুক্ত করা হয়েছে। তাঁকে ফাঁসানো হচ্ছে।” সেই শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “সিবিআই হেফাজতে মৃত্যু কখনই সাধারণ মৃত্যু নয়। আত্মহত্যা হলেও সেই দায় তদন্তকারী সংস্থার থেকেই যায়।” এখানেই থেমে থাকেননি বিচারপতি। “লালন শেখের মৃত্যু নিয়ে পুলিশ এফআইআর করে কোনও ভুল করেনি। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে পুলিশ যথার্থ কাজই করেছে”, জানান জয়মাল্য বাগচী।
উল্লেখ্য, সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন লালন শেখের রহস্যজনক মৃত্যু নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। কিন্তু পুলিশের এফআইআর-এর ফলে তদন্তকারী অফিসাররা বিপদের মুখে আছেন। তাই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সেই মামলায় সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এখন পরিস্থিতি কোন অভিমুখে এগোয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।