দেশে ক্রমশ গজিয়ে ওঠা হিন্দুত্ববাদের বিরুদ্ধে নিজের স্বর ব্যক্ত করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। পাশাপাশি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে সেন্সরশিপ এবং বর্তমান সময়ের বাক স্বাধীনতা নিয়ে সরব হয়েছেন ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। বর্তমানে প্রতিনিয়ত বলিউডি ছবি বয়কটের ট্রেন্ড হচ্ছে। ইতিমধ্যেই হিন্দুত্ববাদীদের রোষে পড়েছে ‘পাঠান’।
মিতাভের মতে, এখন বাকস্বাধীনতাও বিপন্ন। এদিন অমিতাভ ব্রিটিশদের চালু করা সেন্সরশিপের প্রসঙ্গ টানেন। “১৯৫২ সালে সিনেমাটোগ্রাফার’স আইন সেন্সরশিপের কাঠামো নির্দিষ্ট করে দিয়েছিল। আজ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড তা বহাল রেখেছে। কিন্তু এখনও নাগরিক অধিকার, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আমি নিশ্চিত যে মঞ্চে বসে থাকা সহকর্মীরাও এব্যাপারে সহমত হবেন”, জানিয়েছেন তিনি।