গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা। আজ তা ১০০ দিন পূর্ণ করল। কংগ্রেসের সিনিয়র নেতা কে সি বেণুগোপাল শুক্রবার জানিয়েছেন, যে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা ১০০ দিন পূর্ণ করেছে। এই উপলক্ষে আজ জয়পুরে বিশেষ কনসার্ট।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা শুরু হয়েছিল। ইতিমধ্যেই তা আটটি রাজ্য অতিক্রম করেছে। সেই রাজ্যগুলি হল- তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। আগামী ২৪ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রা দিল্লীতে প্রবেশ করবে। এবং প্রায় আট দিনের বিরতির পরে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং অবশেষে জম্মু ও কাশ্মীর যাবে।
কেসি বেণুগোপাল বলেন, ‘ভারত জোড়ো যাত্রার সবচেয়ে বড় কৃতিত্ব হল এটির মাধ্যমে দেশের সাধারণ মানুষের সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার বিজেপির প্রচেষ্টাও আমারা ধ্বংস করে দিয়েছি।’ কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) জোর দিয়ে বলেছেন যে যাত্রার বার্তা আগামী ২৬ জানুয়ারি প্রচারের মাধ্যমে ছড়িয়ে দেবে দল। উল্লেখ্য, আজ সকালে মীনা হাইকোর্ট থেকে যাত্রা শুরু করেছেন রাহুল। সঙ্গে ছিলেন সচিন পাইলট এবং দলের অন্যান্য নেতারা।