সম্প্রতি শুভেন্দু অধিকারীর মুখে বার বার শোনা গিয়েছে ডিসেম্বর তত্ত্ব। গত বৃহস্পতিবারই জল্পনা উস্কে দিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, ‘১২, ১৪ ও ২১ ডিসেম্বর তারিখ তিনটিতে নজর রাখুন, নিশ্চয়ই কিছু ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ কিন্তু গত ১২ এবং ১৪ ডিসেম্বর তৃণমূলের কিছু হয়নি। যার ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দুর ডিসেম্বর বিপ্লব ধাক্কা খেয়েছে। পরপর দু’টো তারিখের বেলুনই ফুটো বেরিয়েছি তাঁর।
যার ফলে দলের অন্দরে বিভ্রান্তি তৈরি হয়েছে। অবশেষে চাপের মুখে শুভেন্দু একপ্রকার মেনে নিলেন, এই ডিসেম্বর তত্ত্ব সম্পূর্ণই তাঁর নিজস্ব বক্তব্য ছিল। তাতে দলের অনুমোদন ছিল না। তাঁর কথায়, ‘এটা আমি বলেছি। পার্টির কেউ বলেনি।’ তিনি এ-ও বলেন, ‘কর্মীদের মধ্যে এটা নিয়ে বিভ্রান্তি না-থাকা বাঞ্চনীয়।’ অর্থাৎ তাঁর মন্তব্যে বিভ্রান্তির একটি জায়গা যে তৈরি হয়েছে, সেটা একপ্রকার মেনে নিয়েছেন শুভেন্দু।
