ফের মর্মান্তিক ঘটনা ঘটল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। এবার উন্মত্ত গণপ্রহারের কবলে পড়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল জনৈক কিশোর। সেই ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গত রবিবার রাতে যোগীরাজ্যের এটোয়াতে ছোট্টু নামের ওই কিশোর এক দোকানদারকে ২০ টাকা দিতে পারেনি। এরপরই তাকে মারধর করা হয়। মারের চোটে জখমও হয় ওই কিশোর। এরপরই পরিস্থিতি থেকে বাঁচতে সে ছুটে যায় রেললাইনে। সকলের চোখের সামনেই ঝাঁপ দেয় সে।
ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছেলেটি দৌড়ে দৌড়ে রেললাইনে এসে দাঁড়াচ্ছে। তারপর দুই হাত তুলে অপেক্ষা করছে ট্রেনের জন্য। বিদ্যুদ্বেগে ট্রেনটি ছুটে আসে। তারপর কার্যতই দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায় ওই কিশোর। সাত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই গ্রেফতার হননি। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে সে রাজ্যের প্রশাসনের কার্যকারিতা।
