ত্রিপুরা মানবাধিকারের পরিপন্থী এক রাজ্য হয়ে উঠেছে। এই নিয়ে সরব ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে লাগাতার বিজেপি বিরোধিতায় প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি পীযূষকান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রিপুরা মানবাধিকার কমিশন অফিসে এ বিষয়ে স্মারকলিপিও প্রদান করেছেন।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, ‘আপনারা দেখছেন ত্রিপুরার মানুষ যেখানেই গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নির্মমভাবে তাঁদের ওপর অত্যাচার হচ্ছে। পুলিশ প্রশাসনের কোনো উদ্বেগ নেই, সরকারও নীরব, তাই বোঝা যাচ্ছে সরকারের মদতেই, সরকারের নির্দেশেই এইসব অত্যাচার হচ্ছে। এই জন্য আমরা আজকে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছি। ওঁরা আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে ওঁরা পদক্ষেপ নেবেন’।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ‘আজকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের নেতৃত্বে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সঙ্গে দেখা করেছি এবং একটা স্মারকলিপির মাধ্যমে এটা তুলে ধরেছি যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে একটা গণতান্ত্রিক দেশে যারা আন্দোলন করছে তাঁদের উপর। একজন গর্ভবতী মহিলাকে পুলিশ লাঠিচার্জ করেছে তারপর পুলিশ বলছে এই ধরনের মহিলা কেন আন্দোলনে এসেছিল। এটা পুলিশ বলতে পারেনা। পুলিশ জনসাধারণের নিরাপত্তার জন্যে আছে। আমরা আজকে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারকলিপি দিয়েছি’।