প্রতিশ্রুতিমতোই শুরু হয়ে গেল কর্মযজ্ঞ। ইতিমধ্যেই বাংলার কোণে কোণে যথোপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই নির্দেশ মেনেই এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তৎপরতায় হলদিয়ার বিদ্যুৎহীন দুই গ্রামে খুঁটি বসার কাজ শুরু হল। শিগগিরই সেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশাবাদী গ্রামবাসীরা। স্বাধীনতার পর থেকেই বিদ্যুৎহীন হলদিয়া পুরসভার অন্তর্গত দুই গ্রাম। কাঁথি সফরে গিয়ে জনসংযোগের সময় গ্রামে গিয়ে বাসিন্দাদের দুর্দশার কথা শুনে এসেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন তিনি।
আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রামে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট বিভাগের পদস্থ আধিকারিকদের দল। বিদ্যুতের তার টানার ক্ষেত্রে জমি সংক্রান্ত কোনও জটিলতা রয়েছে কি না, খতিয়ে দেখা হয় তাও। রাজ্য বিদ্যুৎ দফতরের প্রতিনিধিদলের কাছ থেকে রিপোর্ট পেয়ে দ্রুত কাজে নামার নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার থেকে হলদিয়ার ২৭ নং ওয়ার্ডের বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রামে শুরু হল বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ। এদিন লরি করে খুঁটি আনা হয়েছে। তা বসানোর কাজও শুরু হয়েছে বলে খবর। কাজ ঠিকমতো এগোলে খুব দ্রুতই প্রথমবার বিদ্যুতের আলো দেখবে সৌতনপুর ও বিষ্ণুরামচক। সে অপেক্ষাতেই প্রহর গুনছেন গ্রামবাসী।