ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন মোদী সরকারের জনৈক মন্ত্রী। কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর বললেন, “জওহরলাল নেহরু নেশা করতেন। সিগারেট খেতেন। গান্ধীর এক ছেলেও নেশা করতেন। আপনারা পড়লেই তা জানতে পারবেন।” গান্ধীর কোন ছেলে নেশা করতেন, তা অবশ্য স্পষ্ট করে জানাননি তিনি।
উল্লেখ্য, কেবল নেহরুকে নিয়েই নয়, জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়েও কদর্য মন্তব্য করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার রাজস্থানে মাদক সচেতনা সংক্রান্ত একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন লাগামহীন কথা বলে বসেন কৌশল। ইতিমধ্যেই এ নিয়ে তুঙ্গে শোরগোল। কেন্দ্রীয় মন্ত্রীর নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।