বিজেপি শাসিত হরিয়ানায় রক্ষকই কিনা ভক্ষক! হ্যাঁ, আইনের রক্ষক বলা হয় যাদের এবার ঘুষ খেতে গিয়ে হাতনাতে ধরা পড়ল সেই পুলিশই! যদিও ভিজিল্যান্স অফিসারদের হাতে ধরা পড়ামাত্র ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা করলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। বিষয়টি বোঝামাত্র ওই সাব-ইন্সপেক্টরের মুখে হাত ঢুকিয়ে বাধা দেন ভিজিল্যান্স অফিসাররা। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশের এই কাণ্ডে চমকে গিয়েছে নেটিজেনরা।
জানা গিয়েছে, হরিয়ানা পুলিশের ওই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের নাম মহেন্দ্র উলা। অভিযোগ একটি মহিষ চুরির মামলায় ঘুষ নেন তিনি। মহিষ মালিক শুভনাথকে জানিয়ে দেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই এই মামলার নিষ্পত্তি করা করবেন, নচেত নয়। প্রথম দফায় মহেন্দ্রকে ৬ হাজার টাকা দেন শুভনাথ। বাকি চার হাজার টাকাও দেবেন ঠিক করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু জানিয়ে ভিজিল্যান্সে অভিযোগ জানান তিনি।
এরপরই এদিন ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান মহেন্দ্র। ধরার পড়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বিষয়টা বোঝামাত্র মাথায় হাত পড়ে যায় মহেন্দ্রর। চাকরি খোয়া যাওয়ার ভয়ে হাতে থাকা টাকা নোটগুলিকে মুখে পুরে গিলে ফেলার চেষ্টা করেন তিনি। যদিও দুই ভিজিল্যান্স অফিসার নিরস্ত করার চেষ্টা করেন মহেন্দ্রকে। তিনজনের মধ্যে রীতিমতো কুস্তি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ভিজিল্যান্স অফিসাররা মহেন্দ্রর মুখের ভিতরে হাত ঢুকিয়ে টাকা বের করে আনতে সক্ষম হয়।