প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে রাজকোষ ভরতে চাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল মোদী সরকার। দ্বিতীয় বার ক্ষমতায় এসে সেই কাজ পুরো দমে শুরু করছে তারা। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়া-সহ একাধিক সংস্থার বেসরকারিকরণ হয়েছে।
আর এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নাম। তবে, উল্লেখযোগ্য বিষয় হল কেন্দ্র এবার যে সংস্থাটিকে বিক্রি করতে চলেছে সেটি কিন্তু লাভজনক কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের পুরো অংশীদারিত্ব বিক্রি করতে চায় মোদী সরকার। যার জন্য আগামী বছরের জানুয়ারি মাসের শেষ নাগাদ কোম্পানিগুলির কাছ থেকে প্রস্তাব চাওয়া হতে পারে। সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতে একটি প্রি-বিড কনসালটেশন মিটিং সম্পন্ন হয়। যেখানে টাটা স্টিল, আদানি গ্রুপ এবং জেএসডব্লিউ স্টিলের মত সংস্থা আরআইএনএল কেনার আগ্রহ প্রকাশ করেছে।