রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার। অথচ তাতেও দুর্দশার শেষ নেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের। হ্যাঁ, এবার ফের প্রকাশ্যে যোগী রাজ্যের দুর্দশার ছবি। জানা গিয়েছে, যোগী রাজ্যের শিশুদের শৈশব কাটছে ভিক্ষাবৃত্তিতে! উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই ১৪ বছর পর্যন্ত বয়সি সবচেয়ে বেশি ভিক্ষাজীবীর রয়েছে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রক মঙ্গলবার সংসদে এমনই পরিসংখ্যান পেশ করেছে।
রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এ নারায়ণস্বামী জানিয়েছেন, সারা দেশে ৪৫ হাজার ২৯৬ জন শিশু ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িয়ে রয়েছেন। এর মধ্যে কেবল উত্তরপ্রদেশেই ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত শিশুর সংখ্যা ১০ হাজার ১৬৭ জন। যা গোটা দেশের মধ্যে সর্বাধিক।