নতুন পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়েই বাংলার গ্রন্থাগারগুলিকে সচল করতে উদ্যোগী রাজ্য গ্রন্থাগার দফতর। কর্মীর অভাবে ধুঁকছে সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলি। সেই পরিস্থিতি কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অবসরপ্রাপ্তদের পুনরায় নিযুক্ত করে এই সমস্যার সমাধান করা হবে। রাজ্যের গ্রন্থাগারগুলিতে ৭৩৮টি পদে নিয়োগের জন্য অর্থ দফতর অনুমোদন দেওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় এখনও তা বাস্তবায়িত হয়নি। আর সেই কারণেই অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে ফের গ্রন্থাগারগুলিকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি গ্রন্থাগার দফতর এ ব্যাপারে জেলাস্তরের গ্রন্থাগারগুলির আধিকারিকদের এই মর্মে নির্দেশ দিয়েছেন। গত ২ বছরে সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলি থেকে অবসর নেওয়া কর্মীদের তালিকা বুধবারের মধ্যে দফতরে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সরকারের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট জনসাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির আহ্বায়ক মনোজ চক্রবর্তী। তাঁর কথায়, ‘‘অবসরপ্রাপ্তদের নিযুক্ত করে সাময়িকভাবে গ্রন্থাগারগুলি চালু করা সম্ভব। এতে পাঠকের সুবিধা হবে। তবে পাকাপাকি সমাধানের জন্য দ্রুত স্থায়ী কর্মী নিয়োগ খুবই প্রয়োজন।’’ বর্তমানে বাংলায় সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারের সংখ্যা ২৪৮০টি। সেখানে কর্মীর পদ প্রায় ৫,৫০০টি। সেখানে এখন চার হাজারের কিছু বেশি শূন্যপদ রয়েছে। গ্রন্থাগারিক-সহ কর্মীদের সংখ্যা পর্যাপ্ত না থাকায় গ্রন্থাগার চালাতে সমস্যা হচ্ছে। তাই অবসরপ্রাপ্তদের মধ্যে থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মী পাওয়া গেলে এই ধরনের সমস্যা অনেকটা মিটে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।