কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। পাশাপাশি প্রশিক্ষক হিসাবে মেয়াদ ফুরোতে চলেছে ফের্নান্দো স্যান্টোসের। তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছে পর্তুগিজ ফুটবল সংস্থা। তবে নতুন কোচ নিয়োগ করার ব্যাপারে চমক দেখাতে পারে তারা। শোনা যাচ্ছে, কোচ হিসাবে নিয়োগ করা হতে পারে হোসে মোরিনহোকে। ইতালির একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোরিনহো এবং পর্তুগিজ ফুটবল সংস্থার সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েক বার কথা হয়েছে। তবে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে ইতালির ক্লাব এএস রোমার কোচ মোরিনহো। তিনি ক্লাব ছেড়ে পূর্ণ সময়ের জাতীয় দলের কোচ হতে রাজি নন। আংশিক সময়ের কোচ হিসাবে জাতীয় দলে কাজ করার ক্ষেত্রে তাঁর সম্মতি মিলেছে। তাতেই নাকি রাজি পর্তুগিজ ফুটবল সংস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, মোরিনহো নিজেও পর্তুগিজ হওয়ায় ফুটবলারদের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। তা ছাড়া অতীতে তিনি রিয়াল মাদ্রিদে কোচিং করিয়েছেন। তখন সেই ক্লাবে খেলতেন রোনাল্ডো। একই সঙ্গে ক্লাব এবং দেশের কোচিংয়ের নজির বিশেষ নেই। তবে অতীতে এই কাজ করেছেন কেভিন কিগান। ইংল্যান্ডের জাতীয় দলকে কোচিং করানোর পাশাপাশি তিনি ফুলহ্যামের কোচ ছিলেন। তবে মরসুম শেষ হওয়ার পর পাকাপাকি ভাবে জাতীয় দলের কোচ হয়ে যান। মোরিনহো এখনও সে রকম ইঙ্গিত দেননি। মোরিনহোকে আনার পক্ষেই পর্তুগালের প্রাক্তন ফুটবলার মানিচ। “মোরিনহো পর্তুগালের কোচ হওয়ার জন্য আদর্শ ব্যক্তি। যা অর্জন করেছেন জীবনে, সেটাই ওঁর সাফল্যের কথা বলে দিচ্ছে। অত্যন্ত অভিজ্ঞ এবং কঠিন সময় কাটিয়ে তোলার ব্যাপারে ওর জুড়ি নেই। কী ভাবে তরুণ ফুটবলারদের সঙ্গে আচরণ করতে হবে সেটা ভালই জানে”, জানিয়েছেন তিনি।