ক্রমশ জটিলতর হয়ে উঠছে পরিস্থিতি। কর্ণাটক ও মহারাষ্ট্র, এই দুই রাজ্যের সীমানাজনিত বিসম্বাদ পৌঁছল তুঙ্গে। বেগতিক দেখে বুধবার রাতেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক করতে চলেছেন প্রবেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপাতত সেই বৈঠকের দিকেই চোখ রাজনৈতিক মহলের। এই প্রথম এই বিষয়ে মধ্যস্থতা করতে চলেছে কেন্দ্র। মহারাষ্ট্রের সাংসদদের এক প্রতিনিধি দল শাহর সঙ্গে দেখা করার পরই বৈঠকের পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, এই সমস্যা নতুন ইস্যু নয়। ১৯৫৭ সালে রাজ্যের সীমানা পুনর্বিন্যাসের পর থেকেই এই সমস্যার সূত্রপাত। মহারাষ্ট্রের অভিযোগ, ওই রাজ্যের সীমানা সংলগ্ন কয়েকটি অংশ কর্ণাটককে দেওয়া হয়। এই নিয়েই চরমে পৌঁছয় বিতর্ক। সম্প্রতি দুই রাজ্যের সীমানাবর্তী এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটার অভিযোগও উঠেছে একাধিক বার।
উল্লেখ্য, সম্প্রতি অসম ও মেঘালয়ের সীমানা সংলগ্ন এলাকাতেও আইন শৃঙ্খলার অবনতি ঘটার অভিযোগ উঠেছিল। সংঘর্ষে ৬ জনের মৃত্যুর কথাও জানা গিয়েছিল। সব মিলিয়ে ৮৮৪ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত ১২টি এলাকা ঘিরে সীমানা সংক্রান্ত সমস্যা রয়েছে। গত জানুয়ারিতে দুই রাজ্য সম্মত হয় এই সমস্যার সমাধানে। ১৯৭২ সাল থেকে এই বিতর্ক রয়েছে। যার সুরাহা এখনও মেলেনি। একই বিতর্ক রয়েছে অসম-মিজোরাম সীমানা নিয়েও। গত আগস্টে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়। সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিল দুই পড়শি রাজ্য। রক্তাক্ত সংঘাত রুখতে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। তারও আগে গত জুলাই মাসে সীমানা বিবাদের জেরে রক্তাক্ত সংঘাতে জড়িয়ে পড়ে অসম ও মিজোরামের পুলিশ বাহিনী। কাছাড় জেলার লায়লাপুর ও মিজোরামের কলাশিব জেলার সীমানায় হওয়া ওই খণ্ডযুদ্ধে নিহত হন অসম পুলিশের ছয় জওয়ান। যা নিয়ে সৃষ্টি হয়েছিল তীব্র চাঞ্চল্য।