রামপুরহাট অস্থায়ী ক্যাম্প অফিস লক আপে সিবিআই হেফাজতে থাকা বগটুই গণহত্যার মূল সাক্ষী লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠার পর সরেজমিনে গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে এবং পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার কলকাতায় পৌছান সিবিআইয়ের সেকেন্ড ইন কমান্ড অজয় ভাটনাগর। সিজিও কমপ্লেক্সে কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তিনি আপাতত নিউ টাউন বি এস এফ ক্যাম্পের গেস্ট হাউজে রাত্রিবাস করছেন।
সূত্রের খবর, আজ সকালে এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি বগটুই যেতে পারেন। ইতিমধ্যেই রাজ্যের তরফে সিআইডি কে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্তে সিবিআইয়ের কি ভুমিকা থাকবে, তা গ্রাউন্ড জিরো থেকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভটনাগরকে। রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনের কারা বিক্ষোভ দেখালো। শেখানে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল কিনা, তা নিয়েও খোঁজ খবর নেবেন ভটনাগর। এলাকার সর্বশেষ পরিস্থিতি কি? সিবিআই ক্যাম্পের কর্মী ও আধিকারিকরা সেখানে নিরাপদ কিনা, তাও খতিয়ে দেখার কথা রয়েছে অজয় ভটনাগরের।