দু’হাজার টাকার আর নোট ছাপা হচ্ছে না, সংসদের শীতকালীন অধিবেশনে জানাল কেন্দ্রীয় সরকার৷ ১২ ডিসেম্বর ২ হাজার টাকার নোট বাতিলের দাবি তুলেছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুশীল মোদী৷ তিনি এও জানিয়েছিলেন, দেশের বেশিরভাগ এটিএম থেকে ২ হাজার টাকার নোট উধাও হয়ে গিয়েছে৷ গুজব ছড়িয়েছে, এই নোটের ব্যবহার বন্ধ হয়ে যাবে৷ এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তোলেন বিজেপি সাংসদ।
মঙ্গলবার রাজ্যসভায় অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী, কোনও ব্যাঙ্ক নোট কত মূল্যের ছাপা হবে, সেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷ তবে তার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করে নেয় কেন্দ্র ৷ ২০২১-২২ অর্থবর্ষের পর নতুন করে ২ হাজার টাকার নোট ছাপানো হয়েছে কি? এর উত্তরে তিনি জানান, ২০১৮-১৯ অর্থবর্ষের পর ছাপাখানা নতুন করে ২ হাজার টাকার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়নি৷ এই তথ্য দিয়েছে আরবিআই৷
সরকার কি দেশের জাল নোট বিষয়ে সচেতন ? এর উত্তরে রাষ্ট্রমন্ত্রী আরবিআইকে উদ্ধৃত করে বলেন, ‘২০২১-২২অর্থবর্ষে অর্থাৎ মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকিং পদ্ধতিতে ২ লক্ষ ৩৯ হাজার ৯৭১ টি জালনোট ধরা পড়েছে’৷