রবিবার রাজ্যে ছিল প্রাথমিকের টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পরীক্ষার জন্য যে ব্যবস্থাপনা করেছিল, তা নিয়ে নিয়ে এবার সন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানালেন, কাজ ভাল হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে মিটেছিল পরীক্ষা। আজ তা নিয়েই সন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিকের একটি মামলা চলাকালীন তিনি বলেন, ‘টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।’
প্রসঙ্গত, এবার টেটে উত্তরপত্র (ওএমআর শিট)-এ কার্বন প্রতিলিপির ব্যবস্থা করা হয়েছিল। উত্তরপত্রের একটি প্রতিলিপি নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে এসেছেন পরীক্ষার্থীরা। যাতে পরে মিলিয়ে দেখতে পারেন। দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ করে পর্ষদ। তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি।