সুখবর উত্তরবঙ্গবাসীদের জন্য। দু-বছরের করোনা অতিমারীপর্ব কাটিয়ে আলিপুরদুয়ারে ফের উদযাপিত হতে চলেছে ডুয়ার্স উৎসব। বিগত ২০২০ সালের পর করোনা আবহে দু’বছর বন্ধ ছিল এই উৎসব। এবছরও এই উৎসব অনিশ্চিত হতে চলেছিল বিভিন্ন কারণে। তবে সংবাদ মাধ্যম সূত্র অনুযায়ী, সব বাধা কাটিয়ে শেষমেশ ফিরতে চলেছে এই উৎসব।
প্রসঙ্গত, আগামী ১৪ই ডিসেম্বর এই উৎসবকে নিয়ে ডুয়ার্স কন্যায় বৈঠক ডাকা হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে উন্মাদনা। উত্তর বাংলার অন্যতম বড় উৎসব হচ্ছে কোচবিহারের রাসমেলা। তারপরই এই ডুয়ার্স উৎসবের স্থান। প্রতি বছর এই উৎসব আকারে ও আয়তনে বেড়ে চলেছে। অপেক্ষায় থাকেন ক্রেতা-বিক্রেতা সব্বাই। মুখিয়ে থাকেন জনসাধারণও।