হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদককে গ্রেফতার করল সুতাহাটা থানার পুলিশ। টেন্ডার দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সুতাহাটা থানা এলাকায় একটি টেন্ডার দুর্নীতির মামলায় ইতিমধ্যে একজন কাউন্সিলর সহ দুজন গ্রেফতার হয়েছেন। সেই একই মামলায় শ্যামল আদককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে এই টেন্ডার দুর্নীতি মামলায়। যদিও কোর্ট এর আগে জানিয়েছিল যে শ্যামল আদককে চেয়ারম্যান থাকাকালীন যে মামলায় পরোয়ানা জারি করা হয়েছিল তাতে তাঁকে গ্রেফতার করা যাবে না। তিনি অসহযোগিতা করলে সেক্ষেত্রে কোর্ট তার নির্দেশ তুলে নেবে বলেও জানা যায়। কিন্তু তাঁকে অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা ছিল। তিনি ফেরার ছিলেন বলেও জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশিকার পরে থানায় সে হাজিরা দেন তিনি গত মাসে।