এবার মহাকাশে নতুন তিনটি গ্রহাণুর খোঁজ দিলেন বাংলার ছেলে উজ্জ্বল অধিকারী। পাশাপাশি নাসার সিটিজেন সায়েন্টিস্ট স্বীকৃতিও পেলেন এই বাঙালি বৈজ্ঞানিক। যা বাংলার পাশাপাশি দেশের মুখ্য উজ্জ্বল করেছে বলেই মনে করছেন পরিবারের সদস্য-সহ প্রতিবেশীরা।
২০২১ সালে বিশ্বের কনিষ্ঠতম এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্ব রেকর্ড করেছিলেন নিমতার ছেলে উজ্জ্বল। এবার ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর থেকে ‘সিটিজেন সায়েন্টিস্ট’-এর স্বীকৃতি পেয়েছেন তিনি। তাঁর দাবি, এই সম্মান এ বছরে ভারতে একমাত্র তিনিই পেয়েছেন! তাই এই সম্মান একজন ভারতীয় হিসেবেও অত্যন্ত গর্বের।
উজ্জ্বল জানান, প্রতি বছরই বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত প্রকাশ বা কাজ করার অভিজ্ঞতা জানানোর জন্য নাসার কাছে আবেদন করা যায়। আবেদন করতে পারেন যে কেউ। এই বছর নাসা-র পক্ষ থেকে গ্রহাণু নিয়ে বিশেষ প্রকল্প দেওয়া হয়েছিল। বাংলার উজ্জ্বলই সেই গবেষণায় নতুন তিনটি গ্রহাণুর সন্ধান দিয়েছে নাসাকে।
উত্তর ২৪ পরগনা জেলার নিমতার উজ্জ্বল কাজের সূত্রে বর্তমানে বেঙ্গালুরুতে থাকেন। সেখানেই একটি সংস্থায় বিমানের নকশা তৈরির কাজ করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী উজ্জ্বলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণা। তবে উজ্জ্বল জানান, তিনি পেশায় ইঞ্জিনিয়র, শখে সাহিত্যিক। চাকরি করি, তবে নাসা গবেষণার কাজে ডাকলে সেখানেও যাব।