৫ বছর পর অবশেষে আগামীকাল, রবিবার রাজ্যে হতে চলেছে প্রাথমিকের টেট। যা নিয়ে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। যাতে টেটকে কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার জন্য নবান্নের তরফ থেকে আগেই একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয়, তাই রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর কথা জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও।
রবিবার এমনিতেই মেট্রো কম চলে। তবে টেটের জন্য আপ-ডাউন মিলিয়ে বাড়তি আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। বিকেলে ১০ মিনিট অন্তর মেট্রো মিলবে। জানা গিয়েছে, রবিবার উত্তর-দক্ষিণ শাখায় মোট ১৩৮টি ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। প্রয়োজনে আরও বাড়তি মেট্রো চালানো হতে পারে। এছাড়াও দমদম, মহানায়ক উত্তম কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটিতে চাপ সামলাতে প্রয়োজনে বাড়তি মেট্রো কর্মীও থাকবেন।