গত ১৫ আগস্ট বিলকিস বানোর ধর্ষণে দোষী সাব্যস্তের জেলমুক্তি দেওয়া হয়েছিল। এই নিয়ে দীর্ঘ জল্পনার পর সম্প্রতি ১১ জনের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিলকিস বানো। জানা গিয়েছে,সুপ্রিম কোর্টে সেই আবেদন গৃহীত হয়েছে এবং আগামী ১৩ ডিসেম্বর সেই আবেদনের ভিত্তিতে শুনানি হবে সুপ্রিম কোর্টে।
বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে এই আবেদনের ভিত্তিতে শুনানি হবে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিলকিস বানোর তরফে আইনজীবী শোভা গুপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে এই আবেদন উল্লেখ করেন। এবার এই আবেদনের ভিত্তিতেই আগামী ১৩ নভেম্বর শুনানি হবে সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, ২০০২ সালে বিলকিস বানোকে ধর্ষণের মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। গুজরাটের মওকুফ নীতিতে তাদের সাজা মকুব করা হয়। আর গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে তাদের মুক্তি দেওয়া হয়। তারপর থেকে জাতীয় রাজনীতিতে এই নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়। এই নিয়ে গুজরাতের ও কেন্দ্রের বিজেপি সরকারকেও কাঠগড়ায় তোলে বিরোধী দলগুলি। ধর্ষণে দোষী সাব্যস্তদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এর আগেই অনেকগুলি আবেদন জমা পড়েছিল। সিপিএম নেতা সুভাষিণী আলি সহ একাধিক ব্যক্তি সংগঠন দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তারপর সম্প্রতি ৩০ নভেম্বর দোষীদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেন বিলকিস বানো। সেই আবেদেনর ভিত্তিতেই আগামী মঙ্গলবার রয়েছে শুনানি।