সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে রাজ্যের সঙ্গে। রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। সোমবার দুপুর নাগাদ ভার্চুয়ালি এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের তরফে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের। মূলত রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বিএসএফ প্রসঙ্গ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবার ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হতে চলেছে রাজ্যে। তার আগে সোমবারের বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে বেশ কয়েক দফার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। মনে করা হচ্ছে সোমবারের বৈঠকেই সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা।
অন্যদিকে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক এবার এ রাজ্যেই হচ্ছে।সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের সভাপতিত্ব করতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আন্ত রাজ্য সীমান্ত নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি আন্তর্দেশীয় সীমান্ত নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।