শুভেন্দু অধিকারীর পাল্টা এবার তারিখ নিয়ে পূর্বাভাস দিয়ে নতুন জল্পনা তৈরি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ দিন প্রথমে ট্য়ুইট করে এবং পরে সাংবাদিক বৈঠকেও তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল দাবি করেন, আগামী ২ জানুয়ারি বড় কিছু ঘটতে চলেছে। ওই দিনটি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন কুণাল।
গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্য় রাজনীতিতে বড় কিছু ঘটতে পারে বলে শোরগোল ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও নিজের সেই দাবিতেই অনড় রয়েছেন তিনি। বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে ডিসেম্বর নিয়ে জল্পনা বাড়িয়েছেন বিরোধী দল নেতা। এমন কি, গত বৃহস্পতিবার তিনি দাবি করেন, ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
শুভেন্দুর অধিকারীর এই দাবিকে কখনওই আমল দেয়নি তৃণমূল। এ দিন সকালে কুণাল ঘোষ ট্য়ুইটারে লেখেন, ‘কয়েকদিন ধরেই একজন ট্রেনি জ্য়োতিষি বেশ কিছু তারিখের কথা বলছেন। এবার আমি তারিখ এবং সময় বলে দিচ্ছি। অবশ্য় এই দিন, সময় আমি একজন নামকরা নামী থেকে পেয়েছি। তিনি আমাকে বললেন ডিসেম্বরে বিয়ের দিন ছাড়া তেমন বিশেষ উল্লেখযোগ্য় কোনও তারিখ নেই। কিন্তু ২ জানুয়ারি দিনটি গুরুত্বপূর্ণ, ২.০১.২০২৩ দুপুর ১২টা।’
কুণালের এই ভবিষ্য়দ্বাণীর পর স্বভাবতই জল্পনা ছড়ায়, নতুন বছরের শুরুতেই বিজেপি-তে তৃণমূল বড় কোনও ভাঙন ধরাবে কি না। কারণ কয়েকদিন আগেই কাঁথিতে সভা করতে গিয়ে অভিষেক তৃণমূলে যোগ দিতে আগ্রহী তৃণমূল নেতাদের জন্য় ‘দরজা খোলার’ হুঁশিয়ারি দিয়েছিলেন।