এবার বিএনপির মহাসমাবেশ ঘিরে দক্ষযজ্ঞ কাণ্ড বেঁধে গেল ঢাকা। এদিন পল্টন এলাকা সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বাংলাদেশের বিরোধীদলের কর্মী সমর্থকদের। ঘটনায় দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আমলগিরকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় থেকে আরও অন্তত ৫০০ জন বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সংসদে নির্বাচিত বিএনপির ৭ জন সাংসদই পদত্যাগের ঘোষণা করেন।
বিএনপির তরফে অভিযোগ করা হয়েছে, দলের সদর দফতরের সামনে কর্মী, সমর্থকদের জমায়েতে অকারণে লাঠি চালিয়েছে পুলিশ। অভিযোগ, শান্তিপূর্ণ জমায়েতে বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, রবার বুলেট চালিয়েছে। যদিও পুলিশের পালটা দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি সৃষ্টি করছে বিএনপি। এর আগে বৃহস্পতিবার সংঘর্ষে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছিল।
প্রসঙ্গত, আগামী বছর বাংলাদেশে সংসদীয় নির্বাচন হওয়ার কথা। এই আবহে শনিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় সংসদীয় নির্বাচনের দাবিতে গোপালবাগে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই সমাবেশ ঘিরেই রণক্ষেত্রে পরিণত হল ঢাকা।