প্রকাশ্য এল চাঞ্চল্যকর তথ্য। যার জেরে ফের বিতর্কের কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫ বছরের মোট ৩৬ বার বিদেশভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতে মোট ব্যয় হয়েছে ২৩৯ কোটি টাকা! ২৩ কোটির বেশি টাকা খরচে মার্কিন মুলুক সফর করেছেন মোদী। মোদীর বিদেশভ্রমণের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ এলামারাম করিম। গত ৫ বছরের মোদীর বিদেশভ্রমণের জেরে কত খরচ হয়েছে, তার বিশদ বিবরণ জানতে চান তিনি। আর তাতেই বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণের জবাবে সামনে আসে বিগত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশভ্রমণের খরচ। যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে মোদীর ইউরোপ সফরে খরচ হয়েছে ২ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৩০৪ টাকা। সম্প্রতি বালি সফরে খরচ হয় ৩২ লাখ ৯ হাজার ৭৬০ টাকা। সবচেয়ে ব্যয়বহুল সফর ছিলেন ২০১৯-এর আমেরিকা সফর। মার্কিন মুলুকে সেইসময় সফরে খরচ হয়েছিল ২৩ কোটি ২৭ লাখ ৯ হাজার টাকা। এরপর ২০১৯-এরই নভেম্বরে ব্রাজিল সফরে ব্যয় হয় ২০ কোটি ১ লাখ ৬১ হাজার টাকা। এরপর নভেম্বর মাসেই আর্জেন্টিনা সফরে খরচ হয় ১৫ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। সেপ্টেম্বরে মোদীর জাপান সফরে খরচ হয় ২৩ লাখ ৮৬ হাজার ৫৩৬ টাকা। সেপ্টেম্বরেই উজবেকিস্তান সফরে ব্যয় হয় ৩৪ লাখ ৮৫ হাজার ৬৮১ টাকা। ওদিকে নভেম্বরে ইন্দোনেশিয়া সফরে ব্যয় হয় ৩২ লাখ ৯ হাজার ৭৬০ টাকা। যেখানে দেশের অর্থনীতির হাল তথৈবচ, সেখানে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে মোদীর এহেন বিদেশভ্রমণ নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।