বৃহস্পতিবার জামিন পাওয়ার পরেই ফের তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আজই গুজরাত ছুটে গিয়েছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। শুধু তাই নয়। তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনার প্রক্ষিতে লেখা হয়েছে, ‘সমস্ত স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।
সত্যি কথা বলার অপরাধে আমাদের দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে মূল্য চোকাতে হচ্ছে।’ তৃণমূলের তরফে এ-ও জানানো হয়েছে, যে আমেদাবাদ হাইকোর্টে এই গ্রেফতারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে দল।