স্বস্তি ফিরেছে অনুরাগীদের মনে। আপাতত অপেক্ষাকৃত সুস্থ কিংবদন্তি পেলে। আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে ব্রাজিল। পেলেই যে তাঁদের অনুপ্রেরণা, তা জানিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে। গত সপ্তাহেই পেলেকে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। বিশ্ব জুড়ে অসংখ্য অনুরাগীর চিন্তা কিছুটা দূর করে জানানো হয় পেলে আগের চেয়ে সুস্থ রয়েছেন।
ব্রাজিলের কোচ তিতে বলছেন, “আমরা পেলের সুস্বাস্থ্য কামনা করি। উনি আমাদের সবার অনুপ্রেরণা।” বিশ্বকাপে যোগদানকারী সকলেই যে পেলের আরোগ্য কামনা করছেন তাও জানিয়েছেন নেমারদের কোচ। “সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ও একজন মানুষ হিসেবেও বিশ্বকাপের প্রত্যেকে পেলের সঙ্গে আছে। এটাই খেলার সবচেয়ে বড় সার্থকতা”, জানিয়েছেন তিতে।