এবার কলকাতা পুরসভার নাগরিক পরিষেবায় আরও গতি আনতে উদ্যোগী মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি কড়া ভাষায় জানিয়ে দিলেন, পুরসভায় কোনও ফাইল আটকে রাখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার থেকে কোথাও একমাস ফাইল আটকে রাখা হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ করা হবে বলেও জানান তিনি। আর যদি ফাইল তিন মাস আটকে থাকে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মেয়র।
শুক্রবার টক টু মেয়র কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘অনেক জায়গায় আমাদের যে কর্মচারীরা রয়েছেন, তাঁরা অনেক জায়গায় অনেকগুলি জিনিস বুঝতে পারেন না। অনেকক্ষেত্রে ঠিকার ডিটারমিনেশনের আগে তিনি মিউটেশন দিতে পারবেন কি না, তা বুঝতে পারেন না। সেই কারণে ফাইলটি তিন মাস ধরে পড়ে আছে, যা থাকার কথা নয়।’
তাঁর সাফ কথা, ‘যদি কেউ বুঝতে না পারেন, তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে হবে। কিন্তু তা না করে, বুঝতে না পেরে, ঝামেলার কাজ দেখে ফাইলটি রেখে দেওয়া হচ্ছে। সেই কারণে একমাসের বেশি যদি কোনও ফাইল কারও কাছে জমা থাকে, তাহলে শোকজ করুন। আর যদি তিন মাসের বেশি পড়ে থাকে, তাহলে তিনি কেন সাসপেন্ড হবেন না? এটা আমি কমিশনারকে বললাম। এটি তাঁদের এক্সিকিউটিভ অর্ডারের ব্যাপার।’ ফিরহাদের মতে, ‘এটি না করলে, কর্মীরা বুঝতে না পারলে ফাইল জমিয়ে রাখছেন। তাঁর কাজ, টেবিলের ফাইল ক্লিয়ার করা।’