গুজরাতে ভরাডুবি হলেও গতকাল হিমাচল প্রদেশে জয়ী হয়েছে কংগ্রেস। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঠিক করতে গিয়ে কালঘাম ছুটছে শীর্ষ নেতৃত্বের। সে রাজ্যে হাত শিবিরের অন্তত জনা ছ’য়েক নেতানেত্রী মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কংগ্রেসের সৌভাগ্য বলা যেতে পারে, যে এই ছ’জনের মধ্যে তিনজন নিজেদের কেন্দ্রে হেরে গিয়েছেন। তবে বাকি তিনজন মুখ্যমন্ত্রী পদের জন্য প্রবলভাবে নিজেদের দাবি পেশ করছেন হাই কম্যান্ডের কাছে। সেটাই এই মুহূর্তে কংগ্রেসের মাথাব্যাথার সবচেয়ে বড় কারণ।
প্রসঙ্গত, আসন সংখ্যা ৪০ ছুঁয়ে ফেলায় হিমাচল নিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত কংগ্রেস। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এখনই ‘অপারেশন লোটাসে’র চেষ্টা করলেও সাফল্য পাবে না বিজেপি। তাই প্রথমে দলের বিধায়কদের ভিনরাজ্যে সরানোর পরিকল্পনা থাকলেও পরে তা বাতিল করে কংগ্রেস। শিমলাতেই দলের সদর দফতরে আজ সব বিধায়ককে তলব করা হয়েছে। দলীয় সূত্রের খবর, দলের বিধায়কদের সঙ্গে আলোচনার পর শুক্রবারই মুখ্যমন্ত্রীর নাম চুড়ান্ত করা হতে পারে।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যারা প্রবলভাবে রয়েছেন তাঁরা হলেন বর্তমান রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভন্দ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। প্রাক্তন রাজ্য সভাপতি তথা জয়ী বিধায়ক সুখবিন্দর সিং সুখু এবং বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। এই তিনজনই হিমাচলে জয়ের অন্যতম কারিগর। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এখন তিনজনকে ভেবেই নতুন ফর্মুলা তৈরির চেষ্টা করছে। এমনভাবে ক্ষমতার বিন্যাস তৈরি করতে চাইছে যাতে তিন শিবিরকেই খুশি করা যায়।