সম্প্রতি শুভেন্দু অধিকারীর মুখে বার বার শোনা গিয়েছে ডিসেম্বর তত্ত্ব। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধেয় নতুন করে জল্পনা উস্কে দিয়ে বিরোধী দলনেতা বলেছেন, ‘১২, ১৪ ও ২১ ডিসেম্বর তারিখ তিনটিতে নজর রাখুন, নিশ্চয়ই কিছু ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ এবার এ নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করলেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘১২ তারিখ বিয়ে বাড়ি, ১৪ তারিখ বউ ভাত আর ২১ তারিখ হানিমুন।’ শুভেন্দুর কথা বিশ্লেষণ করেই এমনটা বলেছেন বলে দাবি করেছেন সুপ্রকাশ। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, ওই তিনদিনের মধ্যে যদি কেন্দ্রীয় সংস্থার কোনও তৎপরতা দেখা যায়, তাহলে বোঝা যাবে, বিজেপি নেতাদের কথাতেই সংস্থাগুলি কাজ করছে। বিরোধী দলনেতাকে ‘মানসিকভাবে অবসাদগ্রস্ত’ বলেও কটাক্ষ করেছেন কুণাল।