চোখের পলকেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিদিনের মতোই রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন সিভিক ভলান্টিয়ার। নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বাসেডর গাড়ি পিষে দিল তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে তারাতলার মোড়ে। তারাতলার মোড় এমনিতেই ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অমিত চক্রবর্তী। তিনি রোজকার মতোই রাস্তার মোড়ে কর্তব্যরত ছিলেন। আচমকাই একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। অমিতবাবু পড়ে গেলে গাড়িটি তাঁকে পিষে দিয়ে একটি পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। কর্তব্যরত বাকি ট্রাফিক পুলিশ কর্মীরা গুরুতর আহত অবস্থায় অমিতবাবুকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গাড়িটির গতি বেশি ছিল। তারাতলার মোড়ের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সিভিক ভলান্টিয়ারকে পিষে দিয়ে একটি পিলারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।