১৯৯০ থেকে হিমাচল প্রদেশে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয়ে আসছে। এই ধারা বজায় রেখে হিমাচলে যখন সরকার গড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন বৃহস্পতিবার দুপুরে অন্য পরিকল্পনা নিল কংগ্রেস। কংগ্রেস ঠিক করেছে, হিমাচলের জয়ী বিধায়কদের চণ্ডীগড় হয়ে ছত্তীসগড়ে নিয়ে যাওয়া হবে। সেখানে ক্যাম্প করে রাখা হবে তাঁদের। তারপর শপথগ্রহণের দিন ঠিক হলে সোজা শিমলায় ফের নিয়ে যাওয়া হবে বিধায়কদের।
উল্লেখ্য, হিমাচলের মোট আসন ৬৮। বেলা ১টার সময়ে কংগ্রেস এগিয়ে ৩৯টিতে। বিজেপি এগিয়ে ২৬টিতে। এদিন সকাল থেকে অল্প আসনে এগিয়ে-পিছিয়ে যাওয়া চলছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। কখনও এমনও দেখা যায়, দু’দল সমান সংখ্যক আসনে এগিয়ে রয়েছে। তবে ১২টার কিছুটা আগে সেই ব্যবধানটা বেশ কিছুটা বাড়িয়ে নেয় কংগ্রেস।
