ফের নারকীয় নৃশংসতার চিত্র ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। সম্প্রতি পূর্ব দিল্লীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৩ বছরের একটি ছেলে। অবশেষে যোগীরাজ্যের মীরাটের একটি খেত থেকে মিলল তার মুণ্ডহীন বিকৃত ধড়। এই ঘটনায় শিশুটির প্রতিবেশী ১৬ বছর বয়সী এক কিশোরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে বলি দেওয়া হয়েছে বলেই অনুমান করছে তারা। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি পূর্ব দিল্লীর প্রীত বিহার এলাকায়। গত ৩০ নভেম্বর থেকেই নিখোঁজ ছিল সে। এই ঘটনায় শিশুটির পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়রি করা হয়।
প্রসঙ্গত, ঘটনার তদন্তে নেমেই শিশুটির প্রতিবেশী ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, সেই শিশুটিকে অপহরণ করেছিল। তারপর বাচ্চাটিকে নিয়ে মীরাটে যায় সে। সেখানেই সে শিশুটিকে ছেড়ে আসে বলে পুলিশকে জানায় অভিযুক্ত নাবালক। এরপরেই মীরাটে যায় তদন্তকারীদের একটি দল। সেখানকার পুলিশ দিল্লী পুলিশকে জানায়, একটি খেত থেকে ইতিমধ্যেই এক শিশুর মুণ্ডহীন এবং একটি হাত কাটা ধড় উদ্ধার করা হয়েছে। কিছুটা দূরেই পড়ে ছিল মুণ্ডটি। মৃতদেহের জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র দেখে পুলিশ নিশ্চিত হয়, ওই দেহটিই প্রীত বিহারের নিখোঁজ হওয়া শিশুটির দেহ। এরপরেই গ্রেফতার করা হয় ওই নাবালককে। পুলিশের অনুমান, শিশুটিকে বলি দিয়েছে অভিযুক্ত কিশোর। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পর তদন্তকারীরা ফের জেরা শুরু করেছেন।