মঙ্গলবার আজমের ও পুষ্কর সফর শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বাংলার অগ্নিকন্যাকে ঘিরে চূড়ান্ত উন্মাদনা দেখা গিয়েছিল আজমেরবাসীর মধ্যে। আবার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো-ও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন পুষ্করের ব্রাহ্মণ পুরোহিত। ভিডিয়োয় পুষ্করের ব্রহ্মা মন্দিরের পুরোহিতকে মমতাকে আশীর্বাদ করে বলতে শোনা গিয়েছে, ‘আপনার মঙ্গল হোক। আপনি প্রধানমন্ত্রী হবেন। ব্রাহ্মণের আশীর্বাদ মিথ্যা হবে না।’
প্রসঙ্গত, গতকাল দিল্লী থেকে রাজস্থানে গিয়েছিলেন মমতা। তাঁর গন্তব্য ছিল আজমেরের পীর খাজা গরিব নওয়াজের মাজার এবং পুষ্করের ব্রহ্মা মন্দির। প্রথমে দরগা ও পরে মন্দির। কার্যত মমতাকে ঘিরে গতকাল আজমেরবাসীর উন্মাদনা ও ভিড় রীতিমত নজর কেড়েছে গোটা দেশের। সেখানকার পুলিশ থেকে র্যাফ রীতিমত হিমসিম খেয়েছে মমতার নিরাপত্তার বেষ্টনী ঠিক রাখতে। এই দৃশ্য আজমেরের বুকে কার্যত বিরল। কোনও এক ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একটি রাজনৈতিক দলের নেত্রীকে ঘিরে এই জনউন্মাদনা আজমের এর আগে কোনওদিন দেখেছেন কিনা তা চট করে সেখানকার কেউই মনে করে উঠতে পারেননি।
পুষ্করে অবশ্য সেই ভিড় ছিল না। কারণ সেখানে আগে থেকেই রাজস্থান সরকার মমতার নিরাপত্তার কথা মাথায় রেখে আমজনতা তথা পূণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রেখেছিল। কিন্তু তার মধ্যেই পুষ্করের ব্রহ্মা মন্দিরের পুরোহিতের মমতাকে করা আশীর্বাদের ভিডিয়ো ভাইরাল। পুষ্করে পবিত্র পুকুরের সামনে সূর্যকে সাক্ষী রেখে পরিবার ও দশের কল্যাণে দুধ-পুষ্প অর্পণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তখনই আধো বাংলায় পুরোহিতকে ওই আশীর্বাদ করতে শোনা যায়। যদিও বিনয়ী স্বরে মমতা বললেন, ‘আমি কিচ্ছু চাই না। মানুষের সেবা করে যেতে চাই।’