লিভ-ইন সঙ্গীকে খুনের পর ছক কষে, ঠান্ডা মাথায় প্রমাণ লোপাট করেছিলেন আফতাব পুণাওয়ালা। শ্রদ্ধা ওয়ালকরের দেহটাই হাপিস করে দিয়েছিলেন তিনি। প্রতি দিন রাত ২টো নাগাদ ফ্রিজ খুলে তাঁর দেহের টুকরো একটি একটি করে ছতরপুরের জঙ্গলে গিয়ে ছড়িয়ে দিয়ে আসতেন আফতাব। পুলিশি জেরায় খুনের কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, রাগের মাথায় শ্রদ্ধাকে খুন করেছিলেন তিনি।
পলিগ্রাফের পর এবার নার্কো টেস্টেও সেই বয়ান বদলাল না এতটুকুও। ‘রাগের বশে শ্রদ্ধাকে খুন করেছি’, ফের স্পষ্ট স্বীকারোক্তি আফতাবের। এমনকী, শ্রদ্ধার জামা-কাপড়, মোবাইল ও খুনের ব্যবহৃত অস্ত্র কোথায় ফেলেছিল, সে কথাও জানালেন অভিযুক্ত। গতকাল দিল্লীর আম্বেদকর হাসপাতালে নার্কো টেস্ট হয় আফতাবের। দিল্লী পুলিশ সূত্রে খবর, পলিগ্রাফে টেস্ট যা বসেছিল, নার্কো টেস্টে কার্যত তাই বলেছেন আফতাব। ওষুধের ঘোরে আচ্ছন্ন অবস্থায় সে জানিয়েছে, ‘রাগের বশতই শ্রদ্ধা করেছি। জামাকাপড়, মোবাইল ও খুনে ব্যবহৃত অস্ত্র ফেলে আসি জঙ্গলে’।
