বিজেপি শাসিত ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবার সে রাজ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও অভিযান করল তৃণমূল। তাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ মহিলা তৃণমূল সভাপতি পান্না দেব, প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা প্রমুখ। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছতেই পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ৷
ত্রিপুরা প্রদেশ তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায় বলেন, ‘ধর্ষণ, খুন হচ্ছে। নেশায় ভরে গেছে ত্রিপুরা৷ উন্নয়ন নেই৷ আর এদিকে মুখ্যমন্ত্রী কুশাশনকে ঢাকার জন্য সুশাসনের পোস্টার নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরছেন। আপনারা দেখেছেন আমরা বারবার বলেছি আমরা রাজনৈতিক সন্ত্রাসের বিরোধী। গতকালকে আমরা দেখেছি যে এই রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছে এক বিরোধী রাজনৈতিক দলের এক কর্মী। আমরা ধিক্কার জানাচ্ছি।’
অন্যদিকে, সাংসদ সুস্মিতা দেব বলেন, ‘বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী অন্য দলের কর্মীদের সঙ্গে লড়াই ঝগড়ায় জড়াচ্ছে, এইগুলো কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? আমরা চাই ত্রিপুরা রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হোক, ভোটের লড়াই হোক। ডঃ মানিক সাহাকে প্রশ্ন করতে চাই, এই যে পত্র-পত্রিকায় দেখতে পাই রোজ বিভিন্ন দলের মধ্যে মারপিট চলছে, কাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ? গ্রেফতার করা হচ্ছে না কারণ তারা বিজেপি কর্মী।’