ভারতে এসে রাস্তার উপর শ্লীলতাহানির শিকার হলেন দক্ষিণ কোরিয়ার এক মহিলা ইউটিউবার। মহারাষ্ট্রের মুম্বইয়ের খার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে, ভরসন্ধেয় মুম্বইয়ের ব্যস্ত রাস্তার উপর ওই মহিলা ইউটিউবারের হাত ধরে টানাটানি করছে এক যুবক। কখনও আবার জড়িয়ে ধরার চেষ্টাও করছে। এমনকী চুমু খাওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ওই তরুণী বুদ্ধি করে তাঁদের ছেড়ে এগিয়ে আসেন।
এরপর বাইকে করে আবার দু’জন তাঁর পিছু নেয়। তাঁকে লিফট দেওয়ার জন্য জোরাজুরি শুরু করে। তখন সেই তরুণী বলে সামনেই তাঁর গাড়ি পার্ক করা আছে। এরপর ওই দু’জন বাইক নিয়ে চলে যায়।
এদিকে ওই পুরো সময়টা ধরে গোটা ঘটনাটির লাইভ স্ট্রিমিং চলছিল। ফলত অনেকেই এই ঘটনাটি ভার্চুয়াল মাধ্যমেই সরাসরি দেখতে পান। সেই দর্শকদের মধ্যে অনেক ভারতীয়ও ছিলেন। এই ঘটনা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসতে থাকেন সবাই।
আদিত্য নামের এক যুবক ওই লাইভ স্ট্রিমিংটি টুইটারে শেয়ার করে দেন। সঙ্গে মুম্বই পুলিশকে ট্যাগ করে শীঘ্রই এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। দাবানলের গতিতে ভিডিওটি ভাইরাল হতে শুরু করে। চোখে পড়ে পুলিশেরও। এর পরই অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করেছে পুলিশ।