আজ বিধানসভা অধিবেশনের শেষদিনে বিধায়কদের তাঁর সঙ্গে আলিপুর সংগ্রহশালা দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে থাকছেন না বিজেপি বিধায়করা। বিষয়টি সামনে আসার পরেই বিজেপিকে একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কটাক্ষের সুরে তিনি জানিয়েছেন, ইগোর সমস্যার জন্য এই পরিস্থিতি।
ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর কথা মতো আমি সদস্যদের আমন্ত্রণ জানিয়েছি। আমি মনোজ টিগ্গাকে আজ ব্যক্তিগত ভাবে যেতে বলেছি।বিধায়করা সুষ্ঠভাবে অধিবেশন চালাতে চান। ইগোর কারণে নিমন্ত্রণ রক্ষা করতে পারছেন না ওঁরা। আমি আমার সৌজন্য দেখাব। রক্ষা করতে না পারলে সেটা আপনার দৈন্যতা। আমি সর্বদলীয় দলেও যেতে বলেছি। এখন আগের মতো আমরা-ওরা নেই। অর্থহীন বিরোধিতা হয় না। তাতে দল ও মানুষের ভাল হয় না।’
মন্ত্রী আরও বলেন, ‘গঠনমূলক বিরোধিতা দরকার। তাতে রাজ্যের লাভ হয়। কী কী কাজ দরকার, সেটা জানান। বিরোধী ও সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ জায়গা। সর্বদলীয় প্রতিনিধি দলে উদার মনে বাংলার স্বার্থে সকলকে থাকার আবেদন করছি। এই টাকা শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের নয়। এই টাকা বাংলার।’ তাঁর সাফ কথা, ‘সৌজন্য দেখানো হয়েছে। কিন্তু সেই সৌজন্য কে কীভাবে গ্রহণ করবে সেটা তার বিষয়। এই নিয়ে আমাদের কিছু বলার নেই।’