চোট সারিয়ে কি সুস্থ হয়ে উঠেছেন তিনি? চলতি বিশ্বকাপে ফ্রান্সের জার্সি গায়ে ফের দেখতে পাওয়া যাবে করিম বেঞ্জেমাকে? ফুটবলমহলে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। তুঙ্গে জল্পনা। গ্রুপের প্রথম দু’টো ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট পাকা করে ফেলেছে ফ্রান্স। দুরন্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপে। তবে আরও ভাল খবর পেতে পারেন ফরাসি সমর্থকেরা। শোনা যাচ্ছে, চোট পেয়ে ছিটকে যাওয়া করিম বেঞ্জেমা নাকি আবার নামতে পারেন কাতার বিশ্বকাপে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, বেঞ্জেমা প্রায় সুস্থ। বিশ্বকাপে ফেরা নিয়ে তাঁর সঙ্গে নাকি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁর কথাও হয়েছে। চোট পেয়ে বেঞ্জেমা ছিটকে গেলেও তাঁকে দলের তালিকা থেকে বাদ দেয়নি ফ্রান্স দল। যে কারণে ফিরে আসার সুযোগ রয়েছে তাঁর। জানা যাচ্ছে, বেঞ্জেমা সুস্থ হয়ে গেলে ফিফার নিয়মে বিশ্বকাপে খেলতে পারবেন বেঞ্জেমা। বিশ্বকাপ শুরু হওয়ার দিন কয়েক আগে ট্রেনিংয়ে বেঞ্জেমার বাঁ পায়ে সমস্যা দেখা দেয়। চোট পরীক্ষা করে চিকিৎসকরা রায় দেন, তিন সপ্তাহ লাগবে ঊরুর চোট ঠিক হতে। কিন্তু বেঞ্জেমা দ্রুত সুস্থ হচ্ছেন, জানা গিয়েছে এমনটাই।
প্রসঙ্গত, বেঞ্জেমার প্রত্যাবর্তনের খবর প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে ফরাসি তারকা গণমাধ্যমে নিজের ‘এক্সারসাইজ বাইক’-এ বসে থাকার একটি ছবি তুলে দিয়েছেন। যার ফলে জল্পনা আরও বেড়ে গিয়েছে। তবে বেঞ্জেমা-জল্পনা আমল দিতে চান না দেশঁ। আজ, বুধবার টিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ফ্রান্স। যে ম্যাচে ড্র হলেও সম্ভবত গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবেন এমবাপেরা। সাংবাদিক বৈঠকে বেঞ্জেমার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়েছিল দেশঁকে। “এই মুহূর্তে এ সব নিয়ে আমি ভাবছি না। ট্রেনিং শিবির ছেড়ে চলে যাওয়ার পরে আমার সঙ্গে বেঞ্জেমার কথা হয়েছিল। আপনারা যদি এই নিয়ে তর্ক-বিতর্ক করতে চান, করতে পারেন। আমি এই নিয়ে কিছুভাবছি না”, জানিয়েছেন দেশঁ।