চলতি বছরের অগস্ট মাসেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়েছিল। তখন তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে যাত্রায় রক্ষা পেলেও এবারের শেষ রক্ষা হল না। অবশেষে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মানব। মঙ্গলবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সিপিএম সূত্রে খবর, বিকেলের দিকে মানবের দেহ দলীয় কার্যালয় আলিমউদ্দিনে নিয়ে আসা হবে। সেখানে বাম নেতাকে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতা, কর্মীরা।
