শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পর তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। গিয়েছে মন্ত্রিত্বও। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে হাজতেই দিন কাটছে তাঁর। তবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী সেই পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুর আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে তিনি জানিয়ে দিলেন, এবারের পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূলই।
এদিন আদালতে গাড়ি থেকে নামার পরই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে দিকে বরাবরের মতো একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দেন উপস্থিত সাংবাদিকরা। তখন যদিও তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি। তবে পরে আদালতের লক আপ থেকে তাঁকে কোর্টরুমে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ফের এক বার প্রশ্নের মুখোমুখি হন পার্থ। তাঁকে জিজ্ঞাসা করা হয়, পঞ্চায়েত ভোটে কে জিতবে? এই প্রশ্নের উত্তরেই স্বল্প কথায় তিনি বলেন, ‘তৃণমূল, তৃণমূল’।