দেশের কোভিড গ্রাফে স্বস্তি বজায়। সপ্তাহের শুরুতে এবার আরও কমল দৈনিক সংক্রমণ। ৩০০-র নীচে নামল তা। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯১ জন। যা আগের দিনের থেকে ৫২ কৃ। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ৭১ হাজার ৮৫৩।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। আগের দিন এই সংখ্যাটা ছিল ৪। অর্থাৎ দৈনিক মৃত্যু কমেছে ২। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬১৪। আবার, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৪২৯ জন৷ পাশাপাশি, স্বস্তি দিয়ে ফের কমেছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৩।