কয়েকদিন আগেই নদিয়া সফরে গিয়ে নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে একটি হল সুন্দরবন। আগামী মঙ্গলবার দু’দিনের সফরে সেই সুন্দরবনেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এই সফরেই সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে জল্পনা প্রশাসনিক মহলে।
নবান্ন সূত্রে খবর, ২৯শে নভেম্বর অর্থাৎ আগামীকাল ডুমুরজলা হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে রওনা দিয়ে বসিরহাট পুলিশ জেলার সামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে সরাসরি পৌঁছে যাবেন। সামসেরনগর হেলিকপ্টার গ্রাউন্ডে পৌঁছে মুখ্যমন্ত্রী সামসেরনগরে প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দানে একটি সভায় যোগ দেবেন। মূলত, এই প্রশাসনিক সভায় বেশ কিছু প্রকল্পের বিতরণ কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই প্রশাসনিক সভার শেষ হওয়ার পর ময়দান সংলগ্ন এলাকায় বনবিবি মন্দিরে প্রকৃতি পুজো করবেন মুখ্যমন্ত্রী।
প্রকৃতি পুজো করার পর সামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে হাসনাবাদের টাকি এরিয়ান ক্লাব ফুটবল গ্রাউন্ডে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর। ওই দিন রাতে টাকিতে থাকার পর বুধবার টাকি থেকেই সরাসরি ডুমুরজলা হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে। যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে।