একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ব্রিগেড সমাবেশ থেকে নিজের সিনেমার জনপ্রিয় ডায়লগ আউড়েছিলেন মিঠুন চক্রবর্তী। বলেছিলেন, ‘আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি…’ তারপর থেকে একাধিক বার বিজেপির বিভিন্ন প্রচার কর্মসূচিতে এই সংলাপ শুনিয়েছেন তিনি। সম্প্রতি পঞ্চায়েত ভোটের আগেও জেলায় জেলায় ঘুরে দলীয় কর্মীদের পেপ-টক দিচ্ছেন বিজেপির তারকা নেতা। এবার তারই পাল্টা সমাবেশ থেকে ‘জাত গোখরো’ মিঠুনের দাওয়াই সর্বসমক্ষে জানিয়ে দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ।
রবিবার পাণ্ডবেশ্বরের সমাবেশে স্থানীয় সাংসদ শত্রুঘ্ন সিনহার সামনেই সায়নী বলেন, ‘সমস্ত জাত গোখরোর জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি আছে!’ মিঠুনের নাম নিয়েই এই মন্তব্য করেন পেশায় অভিনেত্রী সায়নী। তাঁর এই বক্তব্য শুনে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত তৃণমূল কর্মীরা। শুধু ‘কার্বলিক অ্যাসিড’-এর দাওয়াই নয়, সরাসরি মিঠুনকে আক্রমণ করে যুব তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ‘একসময় নকশালে ছিল, পরে জ্যোতি বসুকে কাকু বলে বামেদের দিকে যায়। তারপর সুযোগ বুঝে মমতা ব্যানার্জীকে বোন বলেছিল। এখন দিল্লীতে গিয়ে নরেন্দ্র মোদীকে বাবা বলছে!’