টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসলেন রোনাল্ডোরা। তবে পর্তুগালকে এদিন কড়া চ্যালেঞ্জের সামনে ফেলল ঘানা। ম্যাচের প্রথমার্ধে ক্রমাগত দুই প্রান্ত ধরে আক্রমণ তুলে আনলেও গোলের মুখ খুলতে পারেনি পর্তুগিজরা। ১০ মিনিটের মাথায় প্রথম সুযোগ পান রোনাল্ডো। বক্সের বাইরে বলের দখল হাতছাড়া করেন ঘানার ডিফেন্ডার কুডুস। ব্রুনো ফার্নান্ডেজ বল বাড়ান ফাঁকায় থাকা রোনাল্ডোর উদ্দেশে। তবে সেই সুযোগ অল্পের জন্য নষ্ট হয়। এরপর দু’মিনিট পরে আবার গোল করার সুযোগ পান রোনাল্ডো। এ বার হেডে। কিন্তু ঠিক জায়গায় বল না লাগাতে পারায় পোস্টের বাইরে দিয়ে তা বেরিয়ে যায়। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ঘানা। পুরোপুরি রক্ষণাত্মক না হয়ে নিজেদের মধ্যে বল খেলে মাঝে মাঝে আক্রমণে ওঠার চেষ্টা করে তারা। কিন্তু তেমন ভাবে কোনও ভাল আক্রমণ দেখা যায়নি। বেশি সুযোগ তৈরি করে পর্তুগাল। কিন্তু গোল করতে পারেনি তারা। বের্নার্দো সিলভা, ফেলিক্সরা মাঝেমধ্যে বক্সের মধ্যে ঢুকলেও গোলের মুখ খুলতে পারেননি। এরপর ৩১ মিনিটের মাথায় ঘানার গোলে বল জড়ান সিআরসেভেন। ঘানার বক্সে বল তোলেন ফেলিক্স। ঘানার অধিনায়ক জিকুর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেন রোনাল্ডো। কিন্তু ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়াতে থাকে পর্তুগাল। তার ফলও মেলে। ৬২ মিনিটের মাথায় বক্সের মধ্যে রোনাল্ডোকে ফাউল করেন ঘানার সালিসু। পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি রোনাল্ডো। গোলরক্ষকের ডান দিক দিয়ে টপ কর্নারে বল রাখেন তিনি। গোলরক্ষক জিজির কিছু করার ছিল না। প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন সিআরসেভেন। ৭২ মিনিটের মাথায় গোল শোধ করে ঘানা। বাঁ প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে পর্তুগালের বক্সে ঢুকে পড়েন কুডুস। দলের স্ট্রাইকার আন্দ্রে আয়িউর উদ্দেশে বল বাড়ান তিনি। ডান পায়ের টোকায় গোল করে যান আয়িউ। কিছু করার ছিল না পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তার। পাঁচ মিনিট পরে আরও এক বার এগিয়ে যায় পর্তুগাল। মাঝমাঠে বল ধরে হোয়াও ফেলিক্সের উদ্দেশে বল বাড়ান ব্রুনো ফের্নান্দেস। অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢোকেন ফেলিক্স। ডান পায়ের শটে গোল করেন ফেলিক্স। তিন মিনিট পরে আবার গোল করে পর্তুগাল। ঘানার ফুটবলারের কাছ থেকে বল ছিনিয়ে নেন ফের্নান্দেস। তিনি পাস দেন সিলভাকে। বল ধরে এগিয়ে এসে রাফায়েল লিয়াওয়ের দিকে বল বাড়ান তিনি। ঠান্ডা মাথায় গোল করেন পরিবর্ত হিসাবে নামা রাফায়েল। এরপর ৮৮ মিনিটের মাথায় আরও এক গোল শোধ দেয় ঘানা। পর্তুগালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে গোল করেন বুকারি। কিছুটা চাপে পড়ে যায় পর্তুগাল। অন্তিম লগ্নে ফের জমে ওঠে ম্যাচ। শেষ কয়েক মিনিটে বার বার গোল করার চেষ্টা করলেও সফল হয়নি ঘানা। ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগাল। গ্রুপ পর্বের পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবেন রোনাল্ডোরা। আর ঘানা খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
