ইচ্ছে করলেই ইতিহাস বদলে দিতে পারেন তাঁরা। আগেই এমন মন্তব্য করেছিলেন তিনি। তাঁকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল, এ দেশে পান্ড্য, চোল, মৌর্য, গুপ্তদের উপেক্ষা করে ইতিহাসে কেবল মোঘলদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এবার ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, নতুন করে লিখতে হবে ভারতের ইতিহাস। কারণ যে লিখিত ইতিহাস আমরা জানি, তা অনেক সময়ই সঠিক নয় এবং কোথা কোথাও বিকৃতও। দিল্লীতে আসাম সরকারের একটি অনুষ্ঠানে ইতিহাসবিদদের শাহ ডাক দিলেন, নতুন করে দেশের ইতিহাস লেখার জন্য।
শাহ বলেন, ‘আমি ইতিহাসের একজন ছাত্র। বহুদিন ধরেই শুনে আসছি আমাদের ইতিহাস ঠিকভাবে পরিবেশন করা হয়নি। হয়তো সেটা সত্যি কথাই। কিন্তু এবার আমাদের সেটা সংশোধন করতে হবে।’ সেই সঙ্গে তাঁর আরজি, ‘উপস্থিত সমস্ত পড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে বলব আমাদের ইতিহাস সঠিক নয়, এই বক্তব্যকে পেরিয়ে নতুন করে গবেষণা শুরু করতে। একবার সেই ইতিহাস লেখা হলে, মিথ্যাভাষণের এই ধারাকে মুছে দেওয়া যাবে।’ স্বাভাবিকভাবেই শাহর এই মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। দেশের ইতিহাসে গৈরিকীকরণের চেষ্টার অভিযোগ তুলেছে বিরোধীরা।
